অনলাইন ডেস্কঃ জামালপুরের ঐতিহ্যবাহী বংশখালের সিংহভাগ জায়গা বেদখল করে গড়ে তুলেছে দোকানপাটসহ পাকা ইমারত। অন্যদিকে ফুটপাতে দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং নির্মাণ করা হয়েছে।
এর ফলে ফুটপাতে সাধারণ পথচারীদের হাঁটা-চলায় চরম ভােগান্তির শিকার হতে হয়। নেই বংশ খালের আগের রুপ।
খালটি ক্রমশ সংকুচিত হয়ে পড়ায় এখন আর যাত্রীবাহী নৌকা চলে না।এখন শুধু শহরের পানি নিস্কাশনে ব্যবহৃত হলেও বাসাবাড়ী দোকানপাটের ময়লা আবর্জনা ফেলায় প্রায় ভরে উঠেছে খালটি।অস্তিত্ব সংকটের মুখে এমনই চিত্র বর্তমান বংশ খালের। নজর নেই জামালপুর পৌর কর্তৃপক্ষের।