রংপুর ব্যুরো প্রধানঃরংপুরে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক স্বচ্ছলতা আনয়নে মুদি ব্যবসা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় কালেক্টরেট সুরভি উদ্যানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর। ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ এর আয়োজনে এ কার্যক্রমের মাধ্যমে রংপুরের অতি দরিদ্র পরিবারের মাঝে মুদি ব্যবসা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের মাধ্যমে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক স্বচ্ছলতা আনয়ন সম্ভব হবে এবং পরিবারগুলো আত্মনির্ভরশীল হবে বলে জেলা প্রশাসক আশা ব্যক্ত করেন।